Site icon World 24 News Network

বয়স্কদের সিনোভ্যাকের তৃতীয় ডোজ দিতে সুপারিশ

যারা চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল সোমবার ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলেছে, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজও নেওয়া উচিত। তবে বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেননি উপদেষ্টারা। ৬০ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, শুধু তাদের ক্ষেত্রেই এই তৃতীয় ডোজের কথা বলা হয়েছে।

এসএজিই বলছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক, তারা করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে। তাই এই তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এসএজিই আরো বলছে, এক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে। তবে আগে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এটা আগে। এরপরই বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা চিন্তা করতে হবে।

Exit mobile version