Site icon World 24 News Network

কভিড-১৯ আক্রান্ত যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ

কভিড আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানির ‘মাঝারি ধরনের ঠাণ্ডাজনিত উপসর্গ’ দেখা দিয়েছে। তবে আসন্ন সপ্তাহগুলোতে উইন্ডসর ক্যাসলে ‘হালকা দায়িত্ব’ পালন অব্যাহত রাখবেন তিনি।

বিবৃতিতে রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, ‘চিকিৎসকরা তার ওপর অব্যাহতভাবে নজর রাখবেন এবং তিনি যথাযথভাবে  নীতিমালা মেনে চলবেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের বর্তমান বয়স ৯৫। তিনি সম্প্রতি কভিড আক্রান্ত বড় ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন।

জানা গেছে, রানির বাসস্থান উইন্ডসর ক্যাসলের একাধিক ব্যক্তি কভিড আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারির ছয় তারিখেই রানি ব্রিটেনের রাজমুকুট ধারণের ৭০ বছর পূর্ণ করেছেন।

বিবিসির রাজপরিবার বিষয়ক প্রতিনিধি নিকোলাস উইচেল জানিয়েছেন, রানি করোনা টিকার উভয় ডোজ নিয়েছেন তা নিশ্চিতভাবে বলা যায়। ২০২১ সালে ৯ জানুয়ারি টিকার প্রথম ডোজ নেন তিনি।

Exit mobile version