আরব লীগের বৈঠকে তুরস্ক

১৩ বছর পর এই প্রথম আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে দাওয়াত পেল তুরস্ক! 

আজ মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্ক আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলে অভিযোগ তুলে ২০১১ সালের পর থেকে আর আরব লীগের বৈঠকে দাওয়াত দেওয়া হয়নি তুরস্ককে।

এমনকি আরব লীগের বৈঠক গুলোতে যে সমাপনী বিবৃতি দেয়া হত তাতে তুরস্ক বিরোধী বক্তব্য থাকতো।

১৩ বছর পর আবার এই বৈঠকে ডাক পাওয়ার পিছনে অবশ্যই মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে তুরস্কের রেজেপ তায়্যিপ এরদোয়ানের সম্পর্ক উন্নয়নের বিষয়টি প্রভাবকের ভূমিকা পালন করেছে।

এছাড়াও সাম্প্রতিক বছর গুলোতে সৌদি আরব এবং আরব আমিরাতের সাথে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করাটাও এই বিষয়ে গুরুত্ব বহন করে।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button