যুক্তরাষ্ট্রসহ তিন দেশের মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা

আরাকানের মুসলমানদের ইতিহাস শুধুই নির্যাতন সহ্য করা

মিয়ানমারের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। বিরোধীদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস দমনপীড়নের কারণে সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে বলেছে, মিয়ানমারের জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন প্রদর্শন এবং জান্তা কর্তৃক সংঘটিত অভ্যুত্থান ও ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া হিসাবে আমরা আজ এই পদক্ষেপগুলো নিয়েছি।

ব্লিঙ্কেন আরো বলেছেন, সামরিক শাসন এবং যারা এটিকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবো আমরা।

সহিংসতার অবসান ঘটানো এবং মিয়ানমারকে গণতন্ত্রের পথ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এটা চলবে।

জানা গেছে, মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এবং অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নতুন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে।

অভিযুক্ত তিন জন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে অস্ত্রের ডিলার টে জাও-এর দুই প্রতিষ্ঠান রয়েছে।

সূত্র
আল-জাজিরা

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button