বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক

লেখক ও গবেষক ড. মোহাম্মদ আজমকে অভিনন্দন

বাংলা একাডেমি’র মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন প্রিয় মানুষ, প্রিয় লেখক ড. মোহাম্মদ আজম।

তিনি একনিষ্ঠ গবেষক, চিন্তক ও সুবক্তা। আশা করি আপনার নেতৃত্বে বাংলা একাডেমি আরও নতুন আঙ্গিকে এগিয়ে যাবে।

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।

ড. মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’ বিষয়ে পিএইচডি করেছেন। গবেষণা করেছেন সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি অধ্যয়ন ইত্যাদি বিষয়ে।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’ (২০১৪), ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ (২০১৯), ‘কবি ও কবিতার সন্ধানে’ (২০২০), ‘হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য’ (২০২০), ‘বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ’ (২০২০), ‘সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’ (২০২২) ইত্যাদি।

এ ছাড়া তিনি ‘তত্ত্বতালাশ’ সাময়িকী সম্পাদনা করছেন।

আশরাফ মাহদি

সংগঠক, অনুবাদক ও শিক্ষার্থী, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর

এই বিভাগের আরো সংবাদ

Back to top button