ফিলিস্তিনে মানবিক সাহায্য দিতে এক বাংলাদেশি (৩)
আফছার হোসাইন (মিশর-থেকে)
তিনি জানান, খবর পেলাম গাজায় কাফনের কাপড় সংকট। সকলে খাবার দাবার দিলেও কেউ কাফনের কাপড় দিচ্ছে না। সাথে সাথে বাচ্চাদের মুখছ্ববি নিথর দেহ আবার চোখের সামনে ভেসে উঠলো। সিদ্ধান্ত দিলাম, কাফনের কাপড় পাঠাবো। স্থানীয় সাপ্লাইয়ারের সাথে আমাদের একজন যোগাযোগ করলেন। স্টক সংকট, তিনি দিতে পারছেন না, ছুটলাম বাজারে।
দুপুর থেকে রাত পর্যন্ত ছুটাছুটি করে ৫০ জন নারী, ৫০ জন পুরুষ ও ১১০ জন শিশুর জন্য আঁতর, সাবান ইত্যাদি নিয়ে পুরো কাফনের কাপড়ের সেট তৈরী করে এই কাফনের কাপড় সহ দুই হাজার পরিবারের জন্য পানি লরীতে লোড দেয়া হলো। সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে এসব গাড়ী ছুটছে প্রিয় গাজার উদ্দেশ্যে।
এই কনভয়ের সাথে যাচ্ছে অস্ট্রেলিয়ান এক সংস্থার ট্রাক, ইন্দোনেশিয়া ও সিংগাপুরের সহযোগিতা। দেখলাম উনাদের দেশের স্ব স্ব রাষ্ট্রদূতরা ফিল্ডে এসে ত্রান কর্মীদের উৎসাহিত করতে।
আমরাও চেষ্টাকরেছি লাল সবুজের পতাকাখচিত গেঞ্জী পরে উপহার পাঠানো ট্রাকের সামনে দাঁড়ানো জন্য৷ কেউ করোক বা না করুক প্রিয় দেশকে আমরাই বিশ্বের বুকে মাথা উচু করে দেখাবো, ইনশাআল্লাহ। (সমাপ্ত)
পূর্বের পর্ব…