প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম আন্তর্জাতিক বক্তৃতা
Voice of Global South Summit এ ডঃ মুহাম্মদ ইউনূস
Voice of Global South Summit এ অনলাইনে বক্তৃতা দিলেন ড ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হবার পরে এটাই তার প্রথম আন্তর্জাতিক বক্তৃতা ।
অধ্যাপক ইউনূস বলেন, “আমি সবচেয়ে বয়স্ক ‘তরুণ’ হিসেবে এই বিপ্লবে অংশ নিতে পেরে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পেরে সম্মানিত বোধ করছি। তাদের সবার সহযোগিতা প্রয়োজন। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
এই ভার্চুয়াল সামিট একটি টেকসই ভবিষ্যতের জন্য গ্লোবাল সাউথের ক্ষমতায়ন এবং দ্বন্দ্ব, খাদ্য ও শক্তি নিরাপত্তা-বিষয়ক প্রতিবন্ধকতা সমূহ, জলবায়ু পরিবর্তন ইত্যাদিসহ গ্লোবাল সাউথের উন্নয়নমূলক উদ্বেগ সমূহের মোকাবেলায় সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব প্রদান করে।