নয়াদিল্লি যাচ্ছেন অসুস্থ তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ডা. তৌহিদুজ্জামান জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে শক্তি একটু কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হচ্ছে।
তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান।
৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।