Site icon World 24 News Network

জেরুজালেমে ইসরায়েলিদের পতাকা মিছিল

রবিবার সকালে মিছিলের জন্য সমবেত ইসরায়েলিদের অদূরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: এএফপি

হাজারো ইসরায়েলি ইহুদি তরুণ আজ রবিবার জেরুজালেমের পুরনো অংশের মুসলিম এলাকা দিয়ে ‘পতাকা মিছিল’ নামে বার্ষিক শোভাযাত্রার জন্য সমবেত হচ্ছে। কিছুসংখ্যক ফিলিস্তিনি প্রতিবাদ জানাতে মিছিল শুরুর স্থানে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিরা আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, মুসলিম এলাকার ওপর দিয়ে পরিকল্পিত এ মিছিল থেকে সহিংসতার সূত্রপাত হতে পারে।

স্থানীয় সময় রবিবার সকালে ওল্ড সিটি এলাকায় একটি বিরোধপূর্ণ পবিত্র এলাকায় বিক্ষিপ্ত গোলযোগ হয়েছে।

ইসরায়েল সরকার দামেস্ক গেটের মধ্য দিয়ে মিছিল যাওয়ার অনুমোদন দেওয়ার পরে হামাস এবং গাজা-ভিত্তিক অপেক্ষাকৃত ছোট সংগঠন ইসলামিক জিহাদ সতর্ক করে দিয়ে বলেছে, ‘জেরুজালেম এবং পবিত্র স্থানগুলো একটি লাল রেখা। আমাদের জনগণ এবং পবিত্র স্থানগুলোকে ইহুদিবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পন্থা ব্যবহার করা হবে। ’
সূত্র: বিবিসি

Exit mobile version