Site icon World 24 News Network

জাতীয় ঐক্যের ডাক দিলেন বাইডেন, ৯/১১ এর বিশ বছর

২০ বছর আগে ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় নিহতদের স্মরণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, টুইন টাওয়ার হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জো বাইডেন। হামলার পর উদ্ধারে অংশ নেওয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, হামলার কয়েক মিনিট, ঘণ্টা, মাস এবং বছর পর যারা ঝুঁকি নিয়েছেন এবং প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি আরো বলেন, কতটা সময় পার হয়ে গেছে, তা কোনো বিষয় নয়। এইসব স্মরণ আয়োজন ব্যাথাতুরভাবে মনে করিয়ে দেয় যে, যেন কয়েক সেকেন্ড আগেই ঘটনাটি ঘটেছে।

বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে থেকে গেছে ঐক্য। আমরা শিখেছি যে, ঐক্য এমন এক জিনিস; যা কখনোই ভাঙা উচিত নয়।

Exit mobile version