চীনা লুনার নিউ ইয়ার বা চান্দ্র-নববর্ষ উদযাপন শুরু

চীনাদের নববর্ষ উদযাপন শুরু, এবার বাঘের বছর

চীনাদের চান্দ্র-নববর্ষ উদযাপন শুরু হয়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ চীনা লুনার নিউ ইয়ার বা চান্দ্র-নববর্ষ উদযাপন শুরু করেছে।

এবার লুনার নিউ ইয়ারের প্রথম দিন পড়েছে ১ ফেব্রুয়ারি। গতকাল ৩১ জানুয়ারি রাত থেকে উদযাপন শুরু করেছে চীনারা।

প্রতিবছর একই তারিখে চীনা চান্দ্র-নববর্ষ শুরু হয় না। সাধারণত ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে নববর্ষ শুরু হয়। লুনার নিউ ইয়ারের আয়োজন চলে দুই সপ্তাহ ধরে।

চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয়, চান্দ্র-নববর্ষ বা লুনার নিউ ইয়ার কোনো না কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত।

রাশিচক্রের ১২টি প্রাণীর মধ্যে একটির সঙ্গে যুক্ত হয় প্রতিবছর। এই ১২টি প্রাণী হলো – ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর।

জানা গেছে, গত বছর ছিল ষাঁড় বা বলদের বছর। আর এ বছর শুরু হচ্ছে বাঘের বছর।

সে অনুসারেই বিশ্বব্যাপী চীনারা উৎসব আয়োজন করছেন। চীন ছাড়াও হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও জাপানে লুনার নিউ ইয়ার উদযাপনের খবর পাওয়া গেছে।

সূত্র
বিবিসি

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button