Site icon World 24 News Network

কায়রোতে মহান বিজয় দিবস উদযাপন

গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, কায়রো, মিশর—কর্তৃক আয়োজিত অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খ ও যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করা হয়। প্রবাসে বসেও বিজয় দিবস উদযাপন করা দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মিশরের মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশী কর্মকর্তাবৃন্দ, মিসরে প্রসিদ্ধ বাংলাদেশী ব্যবসায়ীগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং ইত্তিহাদের কার্যকরী কমিটি এবং উপদেষ্টাবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবী এবং উল্লেখযোগ্য সংখ্যক মিসরীয় এবং বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্ব।

সুন্দর ও আন্তরিক আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস মিশর-এর মান্যবর রাষ্ট্রদূত মহোদয়সহ সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,
কার্যকরী পরিষদ (সেশন: ২০২৫-২৬)
বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন,মিশর।

Exit mobile version