কায়রো দূতাবাসের সাথে ছাত্রদের বৈঠক

ইত্তেহাদের সকল দাবী পূরণ ও দুঃখ প্রকাশ

গত ২২ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে মিসরে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র ছাত্রীদেরদের সংগঠন Bangladesh Students’ Organization, Egypt / ইত্তেহাদ এর প্রতিনিধিদের সাথে মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজ এবং দূতাবাসের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ এক বৈঠকে যোগদান করেন। ইত্তেহাদ এর তরফ থেকে তাদের দাবী দাওয়া ও অনুরোধ সম্পর্কিত বিষয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

উল্লেখ্য যে ইতোমধ্যে গত ২০ আগস্ট ২০২৪ এ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালকৃত ভিডিও এ জনাব মোহাম্মদ হাসান এর মাকেও তাঁর ছেলে সহ উক্ত বৈঠকে আহবান করা হয়। তাঁর আবেদনকৃত দূতাবাস কর্তৃক ইস্যুকৃত বিশেষ পত্রটি মান্যবর রাষ্ট্রদূত এ সময়ে জনাব হাসানের মায়ের নিকট হস্তান্তর করেন।

ইত্তেহাদের প্রতিনিধিদের সাথে আলোচনায় কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ ও সুপারিশসমূহ মান্যবর রাষ্ট্রদূত অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। এ ব্যাপারে দূতাবাস ইত্তেহাদ এর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে।

কনস্যুলার সেবার ব্যাপারে সেবাপ্রত্যাশীরা দূতাবাসের পক্ষ থেকে যে অনিচ্ছাকৃত অসুবিধা ও ভোগান্তির সম্মুখীন হয়েছেন সে ব্যাপারে দূতাবাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button