আফগান টিভির সকালের অনুষ্ঠানে নারী উপস্থাপক

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে নারীদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানিয়েছিল তালেবান। এমনকি সংগঠনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে, নতুন সরকারেও নারীদের অংশগ্রহণ চায় তারা। তালেবানের নিয়ন্ত্রণের পর পরই দেশটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।

এবার টোলো টিভির মর্নিং শো’র উপস্থাপনায় দেখা গেল আরো এক নারীকে। তালেবান ক্ষমতা গ্রহণের পর হয়তো অনেকেই ভেবেছিলেন যে, নারীদের আর সংবাদ উপস্থাপনা বা টেলিভিশনের কোনো অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে না। কিন্তু দিন দিন সেই ভুল ভাঙছে। টোলো টিভি তাদের মর্নিং শো আবারও সম্প্রচার শুরু করেছে এবং সেখানে নারী উপস্থাপিকা অনুষ্ঠান পরিচালনা করেছেন।

টোলো টিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান মোবি গ্রুপের পরিচালক সাদ মোহসেনি আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি মর্নিং শোতে উপস্থাপনা করা নারীর কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে। তখন তালেবান শাসনে নারীদের ওপর কঠোর নিয়ম জারি ছিল। সে কারণেই এবার তাদের শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আগ্রহের শেষ নেই।

সূত্র
আলজাজিরা

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button