Site icon World 24 News Network

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিরোধীদলীয় নেতা

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।

অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। তবে যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিকভাবে সমবেত সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বাণীতে বিরোধীদলীয় নেতা নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Exit mobile version