Site icon World 24 News Network

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার অভিযোগে উঠেছে। পরে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে কাজ বন্ধ করে বিএসএফ।

বুধবার দুপুরের দিকে বিএসএফ এ কাজের চেষ্টা করলে এলাকাবাসী ও বিজিবি বাঁধা দেয়। এ ঘটনার পর উভয় বাহিনী ওই স্থানে শক্তি বৃদ্ধি করে। গতকাল রাত পর্যন্ত ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। আজ বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রব্বানী।

বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার ওই সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ নম্বরের উপপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্য রেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা হতে দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে। পরে এ নির্মাণ কাজে বিজিবি বাঁধা দিলে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফের সদস্যরা বিপুল পরিমাণ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়।

এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। এই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়।৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন সাংবাদিকদের বলেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

সূত্র: DTB

Exit mobile version