রাষ্ট্রদূতের সাথে ‘ইত্তিহাদ’ এর নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

মিশরে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটি, কায়রো দূতাবাসে রাষ্ট্রদূত স্যারের সঙ্গে বৈঠক করেন৷

বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ) এর ২০২১-২০২২ ইং সেশনের কার্যকরী কমিটির সদস্যগণ গতকাল (১১অক্টোবর) সোমবার বিকালে বাংলাদেশ দূতাবাস মিশরের মাননীয় রাষ্ট্রদূত জনাব মো: মনিরুল ইসলাম স্যারের সঙ্গে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিন হন৷ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইত্তিহাদের ২০২১-২০২২ সেশনের কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আল-আমিন হোসাইন, সহ-সভাপতি নোমানুল করিম, সেক্রেটারী আব্দুল আজিজ তরফদার, অর্থ-সম্পাদক ফয়েজ আহমদ, সহকারী অর্থ-সম্পাদক মুহাম্মাদ তাওহীদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহকারী অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ উসমান গণি৷

বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন , মিশর।

অর্গানাইজেশনের নতুন সেশনের দায়িত্বশীলগন প্রথম সাক্ষাতে রাষ্ট্রদূত মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত মহোদয়ও নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান৷ পারস্পরিক সালাম ও কুশল বিনিময়ের পর কমিটির পক্ষ হতে সম্মানিত সভাপতি মোহাম্মদ আল-আমিন সম্মানিত রাষ্ট্রদূত মহোদয়ের নিকট ইত্তিহাদের নতুন সেশনের কার্যকরী কমিটির প্যানেল লিস্ট ও বাৎসরিক এজেন্ডা ও কর্মপন্থা লিখিত আকারে পেশ করেন৷

মাননীয় রাষ্ট্রদূত ইত্তিহাদের বর্তমান কার্যকরী কমিটির উপস্থিত সকল সদস্যের সাংগঠনিক পরিচিতি জেনে নেয়ার পর সংগঠনের বাৎসরিক এজেন্ডা ও কর্মপন্থা নিয়ে বিস্তর আলোচনা করেন৷

তিনি ইত্তেহাদের বিভিন্ন এক্টিভিটির ব্যাপারে সন্তুষ্টিমূলক অনুভূতি প্রকাশ করেন৷ তিনি মিসরে বিভিন্ন স্তরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ভাল রেজাল্টের ভুয়সী প্রশংসা করে বলেন, আমাদের শিক্ষার্থীরা মিসরে ঈর্ষনীয় সুনাম কুড়াচ্ছে৷ এ সুনাম আমাদের৷ এ সুনাম বাংলাদেশের৷ তিনি এসব শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এই সফলতার ধারা বহাল রাখার আহবান জানান৷

বৈঠকের এক পর্যায়ে মাননীয় রাষ্ট্রদূত বলেনঃ বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন কেবলমাত্র আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একক সংগঠন নয়, বরং মিশরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল বাংলাদেশী শিক্ষার্থীদের৷ তাই আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি ও আইনুশ-শামসসহ মিসরের অন্যান্য ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সকল বাংলাদেশী শিক্ষার্থীদেরকে ঐক্যের এই প্লাটফর্মের সাথে যুক্ত থাকার প্রতি গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি নতুন কমিটির প্রতি নির্দেশ প্রদান করেন৷ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সকল কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান৷

উক্ত বৈঠকে মিশরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের মিশরে অবস্থান, অধ্যয়ন, দূতাবাস কর্তৃক কন্সুলার সেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও অর্থবহ আলোচনা হয়।

বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্যগণ অর্গানাইজেশনের প্রতি মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের অকৃত্রিম ভালবাসা ও আন্তরিকতায় অভিভূত  হন এবং রাষ্ট্রদূত মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও একটি সফল বৈঠকের সুযোগ প্রদান করায় দায়িত্বশীলগণ রাষ্ট্রদূত মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় গ্রহণ করেন৷

উল্লেখ্য, গত ০১ অক্টোবর বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর ২০২১-২২ ইং সেশনের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠের মাধ্যমে অর্গানাইজেশনের নতুন সেশন শুরু করেন। ‘ইত্তেহাদ’ এর বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২১ সান্ধ্যভোজের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

মিসরস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন- ‘ছাত্রছাত্রীগণ হচ্ছে মিসরে বাংলাদেশের আলোকবর্তিকা, যাদের মাধ্যমে স্বদেশের ভাবমূর্তি ও সম্মান উজ্জ্বল হয়ে উঠবে। বিশ্বখ্যাত আল-আজহার এবং এদেশের অন্যান্য সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি তাদেরকে পড়াশোনার মাধ্যমে জীবনগঠনের আহ্বান জানান।

বাংলাদেশ দূতাবাস মিশরের প্রাঙ্গনে ইত্তেহাদের দায়িত্বশীলগণ

মুহাম্মদ তাওহীদুল ইসলাম

শিক্ষার্থী: আল আজহার ইউনিভার্সিটি৷

এই বিভাগের আরো সংবাদ

Back to top button