মার্কিন দূতের ‘ব্যক্তিগত মানবিক মিশনে’ মিয়ানমার সফর

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও অভিজ্ঞ মধ্যস্থতাকারী বিল রিচার্ডসন মিয়ানমারে গেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও অভিজ্ঞ মধ্যস্থতাকারী বিল রিচার্ডসন মিয়ানমারে গেছেন। তার প্রতিষ্ঠান রিচার্ডসন সেন্টার গত রবিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তিনি ‘ব্যক্তিগত মানবিক মিশনে’ মিয়ানমার যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে রিচার্ডসন সেন্টারের বরাত দিয়ে জানায়, বিল রিচার্ডসন মিয়ানমারে কভিড-১৯-এর টিকা কার্যক্রম, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ে আলোচনা করবেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখলের পর সেনাবাহিনী বেসামরিক নেতা অং সান সু চিকে গৃহবন্দি করে রেখেছে। তাছাড়া আট হাজারের বেশি মানুষকে আটক করেছে।

সূত্র
এএফপি

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button