Site icon World 24 News Network

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে ফখরুল

গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন, যারা অন্তর্বর্তী সরকার ও গণঅভ্যুত্থান-বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে শনিবার বিকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করে বিএনপি।

ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, সহায়তা করেছে এবং লুটপাট, অনাচার, অত্যাচার ও মানুষের ওপর নির্যাতন করেছে তাদের বেশিরভাগই এখনো পর্যন্ত স্ব স্ব জায়গায় বহাল তবিয়তে রয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা বলেছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি, সময় দেব। কিন্তু কতদিন? আমরা সেই পর্যন্ত সময় দেব, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে।

তিনি বলেন, ‘সরকারে চুক্তিভিক্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য প্রস্তাব দিয়েছি।’

Exit mobile version