Site icon World 24 News Network

প্যারিসে বিখ্যাত আলোকচিত্রী রেনে রবার্ট ঠাণ্ডায় ফুটপাতে মরে পড়ে রইলেন

সংগৃহীত

ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাস্তার পাশে পড়ে ছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট। ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

তীব্র ঠাণ্ডায় ফুটপাতে মরে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী রেনে রবার্ট। কিন্তু ফিরেও তাকায়নি কেউ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ফ্রান্সে। মানুষের এ অমানবিক আচরণ জন্ম দিয়েছে সমালোচনার।

অথচ তিনি দীর্ঘদিন ধরেই এলাকাটিতে বসবাস করে আসছিলেন, এ রাস্তায় হাঁটতেন নিয়মিত। এ ছাড়া তিনি স্পেনের বিখ্যাত ফ্ল্যামেঙ্কো নৃত্যের ছবি তুলে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান রেনে রবার্টের বন্ধুর বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে আসেন এক গৃহহীন। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। উদ্ধারের আগেই মারা যান রবার্ট।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মানুষের এ আচরণকে অমানবিক ও বর্বর বলছেন অনেকেই।

Exit mobile version