Site icon World 24 News Network

পদোন্নতি পেলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডার সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/ গ্রেড-এ রাষ্ট্রদূত পদে পদোন্নতি ঘোষনা দেওয়া হয় বিভিন্ন দেশে দায়িত্বরত ৮ জন রাষ্ট্রদূতকে। গতকাল ১৩ই জুলাই ২০২২ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে ৮ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

তার মধ্যে, প্রথমেই রয়েছেন মিশরে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। বিসিএস দশম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিশরে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে সিঙ্গাপুর, ব্রুনাই, স্পেন, চীন, কানাডা ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল, মরক্কো ও ইথিওপিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ও অষ্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র নীতি ও বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এর আগে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম মিশরের
‘ডিপ্লোম্যাসি ম্যাগাজিনে’ এশিয়া অঞ্চলের সেরা কূটনীতিক নির্বাচিত হয়েছিলেন।

Exit mobile version