Site icon World 24 News Network

নতুন ভাবে গাজায় ত্রাণ পাঠাচ্ছে মিসর

গতকাল ৬ই আগষ্ট ২০২৫, স্থানীয় সময় দুপুর একটায়, মিসরের গাজা সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অনুষ্ঠিত হয় মিসরের ন্যাশনাল অ্যালায়েন্স ফর সিভিল ডেভেলপমেন্ট এবং মিশরীয় রেড ক্রিসেন্টের মধ্যে এক যৌথ সংবাদ সম্মেলন।

মিশরীয় রেড ক্রিসেন্টের নির্বাহী পরিচালক ডঃ আমাল ইমাম বলেন: মিশর তার সকল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে ফিলিস্তিনি জনগণের সমর্থনে সর্বদা কাজ করে যাচ্ছে। ২০২৩ এর ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় ৬০০ দিনের বেশি ত্রাণ কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষায় সারা বিশ্বে নজির স্থাপন করেছে।

উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মেগওয়ার মিশরীয় জনগণকে আশ্বস্ত করেছেন যে, কেউ যদি মিশরীয় সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবেন, তাহলে সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া “আশ্চর্যজনক” হবে।

মিসরে কর্মরত সাউথ এশিয়ান সংবাদ সংস্থা ওয়ার্ল্ড ২৪ এর ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক জনাব উজ্জ্বল হোসেন খানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিসরের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে। কিন্তু ফিলিস্তিন বিষয়ে মিসরের ভূমিকা অত্যন্ত দৃঢ় ও সুস্পষ্ট, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

মিসরীয় নাগরিক সমাজের ১৩টি সহযোগিতা সংস্থা ও চ্যারিটি ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত ন্যাশনাল অ্যালায়েন্সের টেকনিক্যাল সেক্রেটারিয়েটের প্রধান রাষ্ট্রদূত নাবিলা মাকরাম তাঁর বক্তৃতায় বলেন:

“সংকট শুরু হওয়ার পর থেকে আমাদের জোট সক্রিয় রয়েছে এবং ৬৩,০০০ টনেরও বেশি সাহায্য বহনকারী ত্রাণ কনভয় প্রেরণ করতে সক্ষম হয়েছে,”

সেইসাথে তিনি স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা এবং মানবিক কাজকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের ভূমিকার প্রশংসা করেন, এবং জোর দিয়ে বলেন যে আমাদের এই জোট জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য মিশরীয় রাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে তার মর্যাদা রক্ষা করবে।”

Exit mobile version