Site icon World 24 News Network

কোভিড নিয়ে জার্মান গোয়েন্দা সংস্থা

জার্মানির গোয়েন্দা সংস্থা BND জানিয়েছে, ৮০-৯০% সম্ভাবনা রয়েছে যে কোভিড-১৯ চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি (WIV) থেকে দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়েছে। সংস্থাটি বলছে, উহানের এই ল্যাবে ‘গেইন-অফ-ফাংশন’ গবেষণার মাধ্যমে ভাইরাসের ক্ষমতা কৃত্রিমভাবে বাড়ানো হয়েছিল, যা পরে ছড়িয়ে পড়তে পারে।

গবেষণার এসব পদ্ধতি ভাইরাসকে আরও সংক্রামক বা ভয়ংকর করে তুলতে পারে। BND বলছে, উহানের ল্যাবে একাধিকবার নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণও পাওয়া গেছে।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে CIA জানিয়েছিল যে কোভিড-১৯ প্রাকৃতিকভাবে নয়, বরং ল্যাব থেকে উৎপত্তির সম্ভাবনাই বেশি।

চীন এ দাবিগুলো পুরোপুরি অস্বীকার করে বলেছে, WIV কখনো করোনাভাইরাসকে কৃত্রিমভাবে পরিবর্তন করে গবেষণা চালায়নি।

Exit mobile version