Site icon World 24 News Network

কাতার সরকারের দোহা ফোরাম আয়োজন

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করছেন।

কাতার সরকারের আয়োজনে শেরাটন হোটেল দোহার আল দাফনা কনফারেন্স হলে ২২-তম দোহা ফোরাম আজ শনিবার শুরু হয়েছে।

এবারের থিম হলোঃ “The Innovation Imperative: Doplomacy, Dialogue, Diversity”। দুই দিনব্যাপী এ ফোরাম আগামীকাল ০৮ ডিসেম্বর শেষ হবে। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি দলের অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় দোহায় বাংলাদেশ-কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কাতার প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

এসময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি ড. ইউনুসের অধীনে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন।

এদিকে হাই রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আজ ও আগামীকাল দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তির সাথে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

Exit mobile version