গত ৩ জুলাই মিসরের রাষ্ট্রপতির সামনে নব গঠিত মন্ত্রী পরিষদ ও গভর্নরেটগণ শপথ গ্রহণ করে। প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সীসী এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার ডঃ মুস্তফা মাদবুলী কে দায়িত্ব দিয়েছিলেন তার সরকার কে নতুন করে ঢেলে সাজাবার।
নতুন এই মন্ত্রী পরিষদের অন্যতম প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ডঃ উসামা সাইয়্যেদ আল আযহারী কে। তিনি প্রেসিডেন্টের সামনে শপথ বাক্য পাঠ করেন মিসরের ধর্ম বিষয়ক ওয়াকফ মন্ত্রী হিসেবে। নীচে তাঁর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হবে।
নামঃ উসামা আস্ সাইয়্যেদ মাহমুদ মুহাম্মাদ সা’দ আল আযহারী। 1976 সালে আলেক্সজান্দ্রিয়া শহরে জন্ম গ্রহণ করেন। বাল্যকালেই আল কুরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে আল আযহার বিশ্ববিদ্যালয়ের থিওলজী ফ্যাকাল্টি থেকে 1999 সালে সর্বোচ্চ মার্কস নিয়ে অনার্স শেষ করেন। 2005 সালে এমফিল ও 2011 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
2021 সালে তিনি আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সীসী এর ধর্ম বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।