Site icon World 24 News Network

আইডার আঘাতে লুইজিয়ানা লণ্ডভণ্ড বিদ্যুৎ বিচ্ছিন্ন নিউ অরলিন্স

ঝড়ো বাতাসে বিপর্যস্ত লুইজিয়ানা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন ‘আইডা’। ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতিতে ক্যাটাগরি চার মাত্রার হারিকেনে বিপর্যস্ত লুইজিয়ানা অঙ্গরাজ্য। নিউ অরলিন্স শহরটিতে বিদ্যুত বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি মানুষ। প্রবল বৃষ্টি থেকে বন্যা ছাড়াও কোন কোন এলাকায় ১৬ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘণ্টায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) গতিবেগ নিয়ে শনিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে আইদা। বিভিন্ন প্রতিবেদনে আরও জানা যায়, বর্তমানে দেশটির নিউ অরলিন্স শহরটি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। হারিকেন আইদা আঘাত হানার পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের ১০ লাখ বাড়িতে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সেখানে এখন কেবলমাত্র জেনারেটর কাজ করছে।

এছাড়া, হারিকেন আইদায় লুইজিয়ানায় বন্যা প্রতিরোধে নির্মিত অবকাঠামোগুলো রয়েছে হুমকির মুখে। হারিকেন আইদার ফলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া, স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিশ্চিত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান তিনি। হারিকেন আইডা সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘূর্ণিঝড় পরবর্তী সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। উপকূলে আঘাত হানার ৯ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় আইডা শক্তি হারায়। তবে প্রবল বৃষ্টি থেকে আশপাশের রাজ্যগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।

মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে আমেরিকায় আঘাত করেছে আইডা। রোববার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত করে- এই ক্যাটাগরির ঝড় ভবন, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানে বলে আশঙ্কা করা হয়ে থাকে। তবে এখন এটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে গেছে, যার কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।

বিবিসি সংবাদদাতা নাডা তৌফিক বলছেন, নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে, চারিদিকে অন্ধকার, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তুপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে ঘাটে। তিনি লিখেছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে গিয়েছে, ৭০ মাইল বেগে হাওয়া সাথে বৃষ্টি। বেশিরভাগ মানুষ ঘরের ভেতর আশ্রয় নিয়েছে, তাদের জন্য হারিকেন জীবনের অংশ হয়ে গেছে।

আইডা কবলিত রাস্তার দৃশ্য / এপি
Exit mobile version