Site icon World 24 News Network

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তির পরিকল্পনা

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সইয়ের কথা বিবেচনা করছে সরকার। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আসন্ন অংশীদারি সংলাপকে সামনে রেখে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ‌’ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে বাংলাদেশ তার ‌সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক করতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রসহ সামরিক সরঞ্জাম কিনতে চায়।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) ও ‌’অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্টের (আকসা)’ স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে।

আগামী মাসে ঢাকায় অংশীদারি সংলাপ হওয়ার কথা রয়েছে। ওই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পক্ষে ওই দেশটির রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, আসন্ন অংশীদারি সংলাপে র‍্যাব এবং এর সাত জন সাবেক-বর্তমান কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, রোহিঙ্গা সংকটসহ দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

Exit mobile version