৭ কোটি টাকার প্রায় ৯০টি স্বর্ণের বার উদ্ধার

দুবাইফেরত বিমান থেকে স্বর্ণ জব্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে প্রায় ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। ওই ৯০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১০ কেজি। যার বাজারমূল্য সাত কোটি ৩০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর জানায়, বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ পাচার করা হয় ভারতে। বিমানের কেউ এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে প্রতিবছর স্বর্ণের চাহিদা ২০-২৪ টন থাকলেও ২০২০-২১ অর্থবছরে স্বর্ণ এসেছে ৩৬ টন। চলতি অর্থবছরে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৪৩.৫৫ কেজি স্বর্ণ। যার বাজারমূল্য ১০৩ কোটি টাকা।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button