কুয়েত এয়ার আবার শুরু হচ্ছে সরাসরি বাংলাদেশ ও মিশরের সাথে

কুয়েত বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ভারত, মিশর এবং এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য তার জাতীয় এয়ারলাইন্স (কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ) পরিচালনার জন্য একটি সংশোধিত অনুরোধ পাঠিয়েছে, যা সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

কুয়েত এয়ারওয়েজ কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দুটি ফ্লাইট এবং আলেকজান্দ্রিয়াতে প্রতি সপ্তাহে 3 টি ফ্লাইট সহ মিশরে ফ্লাইট পরিচালনার অনুরোধ জমা দেয়। কুয়েত এয়ারওয়েজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ফ্লাইট পরিচালনার অনুরোধও জমা দিয়েছে। এখন পর্যন্ত কোন জাতীয় বাহক নেপালের সাথে কাজ করার জন্য আবেদন করেনি, আল আনবা রিপোর্ট করেছে। জাজিরা এয়ারওয়েজ কায়রোতে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনার অনুরোধ জমা দেয়। আল জাজিরা প্রতি সপ্তাহে একটি ফ্লাইট সহ ভারত এবং শ্রীলঙ্কায় প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার অনুরোধও জমা দেয়।

সূত্র জানিয়েছে যে এখন থেকে ১০ দিন ফ্লাইট অপারেশন শুরু করা উচিত কারণ ব্যাপারটি সম্পূর্ণভাবে নির্ভর করে আগামী দিনে বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া গতির উপর।

আরও পড়ুন –

কায়রো-ঢাকা-কায়রো সরাসরি বিমানে মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিট

সূত্র
Arab Times Online

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button