মিশরের জীবনে প্রথম সফর তূর পাহাড় ও শারম আল শাইখ

একদিন হঠাৎ করে শুনলাম যে, “বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন” এর পক্ষ হতে একটি রিহলা (শিক্ষাসফর) হতে পারে। জিজ্ঞাসা করলাম রিহলা কোথায়? উত্তরে যখন শুনলাম যে, ভ্রমনটি হবে ‘তূরে সিনা’… নামটি শোনামাত্র আমার ভিতরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। তারপর সেই রিহলার সাথে থাকার জন্য মনে খুব আবেগ বেড়ে গেল। সবার আগে লাফিয়ে বললাম আমিও যাব ইনাশআল্লাহ … পড়তে থাকুন মিশরের জীবনে প্রথম সফর তূর পাহাড় ও শারম আল শাইখ