‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর’ এর ঈদ উদযাপন

আফছার হোসাইন - (কায়রো মিশর থেকে)

নানা আয়োজনে ঈদুল আজহা উদযাপন করলো মিশরে বিখ্যাত আল-আজহার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।‌

প্রবাস জীবনের একগুঁয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল বুধবার (২৮শে জুন) একত্রিত হয়েছিল বিখ্যাত আল- আজহারে ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত কয়েক শত বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবার।‌

ভোরে সূর্যোদয়ের পরপরেই আজহারের ছাত্র নিবাস ‘মদিনাতুল বুউস’ ও বাহিরে বসবাস করা শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় ঈদের জামাত শেষে সময় কাটায় একে অপরের বাসায় ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পরেই রাজধানী কায়রোস্থ ছকরে কুরাইশ মসজিদুত তাইসির হল রুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের যোগ দেয় শিক্ষার্থীরা।‌

মিশরে বাংলাদেশি সর্বজনীন শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তেহাদ’ অন্যান্য অঙ্গসংগঠনদের নিয়ে আয়োজন করে এই ঈদ পুনর্মিলনী।

মাগরিবের নামাজের পর সংগঠনটির সাধারণ সম্পাদক সাইমুম আল-মাহদী ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান এর উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী আবু সায়েম আজহারী।

ইত্তেহাদ এর সভাপতি নাজিব শাওকির স্বাগতিক বক্তব্যের পর ইত্তেহাদ এর অঙ্গসংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মাজহারুল ইসলাম আজহারী ও আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি তাজদিদ বিন ওয়াদুদ‌ আজহারী বক্তব্য রাখেন।‌

নাশিদ, ইত্তেহাদ থিম সং ও‌ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার প্রয়াসে সদস্যদের সরব উপস্থিতি মনে হচ্ছিলো এ যেন মিশরের বুকে এক টুকরো বাংলাদেশ।

তৃতীয় আরেকটি অঙ্গসংগঠন আহলে সুন্নাত অয়াল জামাতের শাইখ শিহাবুদ্দিন আজহারী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত ও শাহেদুল ইসলাম পাটোয়ারীর সমাপনী বক্তব্যের পর আগত সকল অতিথিদের বাংগালির ঐতিহ্যবাহী দস্তরখানায় পরিবেশন‌ করা হয় চিরাচরিত কুরবানি ঈদের খাবার।

আফছার হোসাইন

বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট, মিশর

এই বিভাগের আরো সংবাদ

Back to top button