শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের ন্যায় নীলনদ আর পিরামিডের দেশ মিসরেও যথাযোগ্য মর্যাদায় পালন করল শেখ রাসেল দিবস।
গত মঙ্গলবার (১৮ই অক্টোবর ২০২২) সন্ধ্যায় রাজধানী কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের হল রুমে দেশটিতে বসবাসরত প্রবাসী শিশু-কিশোরদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর শুভ জন্মদিন স্মরণে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম দুতাবাসের কর্মকর্তাদের নিয়ে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মোহাম্মদ ফেরদৌস এর উপস্থাপনায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার ও অন্যান্য শহিদ সদস্যবৃন্দের আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করার পর দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শেখ রাসেলের স্মৃতিচারণ করে দেশ ও জাতির উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন শেখ রাসেল-এর জীবন আমাদের জন্য, বিশেষত শিশু-কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের নিরাপদে বেড়ে উঠা ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করতে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।