গত ৭ রমাদ্বান রোজ শুক্রবার রাজধানী কায়রোর ব্যস্ততম নগরী আব্বাসিয়ার মুনালিসা কমপ্লেক্সে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর (ইত্তিহাদ) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিশরে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যগণ। আরো অংশগ্রহণ করেন বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ, দেশি-বিদেশি অন্যান্য অতিথিবৃন্দসহ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মনিরুল ইসলাম স্যার।
উক্ত অনুষ্ঠান অর্গানাইজেশনের সেক্রেটারি আব্দুল আজিজ তরফদার-এর সঞ্চালনায় আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী জনাব সাইয়িদ আলাউদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন অর্গানাইজেশন-এর সম্মানিত প্রেসিডেন্ট ও আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী মুহতারাম মোহাম্মাদ আল-আমিন।
তিনি বলেনঃ “বাংলাদেশের ইউনিভার্সিটি ও আল-আজহার ইউনিভার্সিটির সার্টিফিকেটের মাঝে মুয়াদালা (সমমান) করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার মর্মে আশ্বাস দেন” অতঃপর বক্তব্য প্রদান করেন আল-আজহার ইউনিভার্সিটিতে পিএইচডি রত গবেষক মুহতারাম শুয়াইব হোসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ইত্তিহাদ আমন্ত্রিত মেহমান মিশরের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা জনাব রমি যুহদি।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে হামদে বারি তায়া’লা পরিবেশন করেন আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী জনাব আনোয়ার হোসাইন৷ এবং না’তে রাসূল (সা.) পরিবেশন করেন জনাব আবু জুনাইদ রিফাত ও তার দল।
সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসেন মিশরে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মনিরুল ইসলাম স্যার। তিনি তার বক্তব্যে বাংলাদেশি ছাত্রদের আয়োজিত সকল মিলন মেলার প্রশংসা করেন। বিশেষত অর্গানাইজেশন আয়োজিত ইফতার মাহফিলের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি রমাদ্বানের শিক্ষা আত্মসংযম, অপরকে নিজের উপর প্রাধান্য দেয়া, তাকওয়া অর্জন ইত্যাদি মহত্ত্বের উপর সকলকে চলার আহবান করেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন জনাব মো. আখতারুজ্জামান। পরিশেষে সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতার গ্রহণ করে অনুষ্ঠান হল ত্যাগ করেন।