Site icon World 24 News Network

‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসর’ ২০২০-‘২১ এর বার্ষিক প্রোগ্রাম

দেখতে দেখতে কেটে গেছে একটি বছর, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ। এক বছর আগে ঠিক এমন একটি দিনে শপথ গ্রহণ করা হয়েছিল। ‘ছাত্রকল্যাণে সদাসর্বদা সচেষ্ট থাকবে কার্যকরী কমিটির সকল সদস্য’। অর্গানাইজেশনের অতন্দ্র প্রহরী হয়ে কেটেছে একটি বছর। চৌকস ওরা নয়জন, নিঃস্বার্থ খিদমাত ও বিরামহীন কর্মতৎপরতায় সমাপ্ত করেছে মেয়াদকাল। এবার বিদায়ের ঘন্টাধ্বনি বেজে উঠেছে। পূব আকাশে নবীনের আগমণি রবির উদয় হয়েছে। তাই ০১/১০/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ২০২০-২০২১ এর বর্ষশেষ এনুয়্যাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

এবার এনুয়্যাল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় জনাব মনিরুল ইসলাম। উপস্থিত থাকছেন মিশরে অবস্থিত বাংলাদেশী আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ।

আগত মেহমানগণের সম্মানার্থে অনুষ্ঠানকে ইউনিকভাবে সাজানো হয়েছে। এতে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সকল সদস্য স্ব-পরিবারে আমন্ত্রিত।

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কিছু অর্জন।
১. বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের কোটা ১৫ জন থেকে ৫০ জনে স্থায়ীভাবে বৃদ্ধি করণ।
২. আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস স্থাপনার জন্য আল-আযহার থেকে জায়গা গ্রহণ।
৩. আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাসের নীতিগত অনুমোদন।
৪. মাতৃভাষা বাংলাকে সর্বত্র ছড়িয়ে দিতে মিশরে বাংলা ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার অনুমোদন গ্রহণ।
৫. আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পঠিত ইসলামের মধ্যমপন্থাকে বাংলাদেশময় ছড়িয়ে দিতে বাংলাদেশে আযহারী সিলেবাসে আল-আযহারের তত্বাবধানে ইন্সটিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ ও আল-আযহারের অনুমোদন প্রদান।
৬. করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও আল-আযহার বিশব্বিদ্যালয়ের প্রধান আল-ইমামুল আকবার শাইখুল আযহার আহমাদ আত্ তায়্যিবের বাংলাদেশ সফরের সিডিউল গ্রহণ।
৭. মিশরের সৌন্দর্যের লীলাভূমি হারগাদায় রাষ্ট্রদূত মহোদয়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ দুই দিন তিন রাত 5* হোটেলের সকল ফ্যাসিলিটি গ্রহণ ও জমকালো “সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠানের মধ্য দিয়ে ইমেজিং ট্যুরের আয়োজন।
৮. সদস্যদের মাঝে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কার্ড বিতরণ।
৯. মালয়েশিয়ান সেবামূলক সংগঠন myfundaction এ বাংলাদেশী সদস্য প্রেরণ।
১০. অর্গানাইজেশনের স্টুডেন্ট কার্ডে দূতাবাসের স্বীকৃতি প্রদান।
১১. ছাত্রদের মাঝে সাংস্কৃতিক মনোভাব ফুটিয়ে তুলতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা।
১২. ইত্তেহাদ এর সকল সদস্যের কাছে যেয়ে যেয়ে door-to-door সাক্ষাৎ করে তাদের মনের কথা শ্রবণ করা।
১৩. সকল সদস্যদেরকে সর্বাবস্থায় আপটুডেট রাখার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা।
১৪. পবিত্র মাহে রমজানে মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয়ের উপস্থিতিতে ইফতার মাহফিল সম্পন্ন করা।
১৫. পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে ইত্তেহাদের সকল সদস্যের নিকট কোরবানির গোস্ত বন্টন করা।
১৬. বুক ভরা আশা নিয়ে দেশের সীমা পেরিয়ে অধ্যায়নের উদ্দেশ্যে আগত ছাত্রদেরক এয়ারপোর্ট থেকে রিসিভ করা, ভর্তি, ফ্যাকাল্টি নির্বাচন, ছাত্রাবাসে আসন সংগ্রহ ও ভিসা নবায়ন সহ ইত্যাদি কাজে সহযোগিতা করা।
১৭. মিশরে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের যেকোনো প্রয়োজনে তৎক্ষনাৎ ঝাপিয়ে পড়া।
১৮. ফ্রান্স কতৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. কে কটুক্তির প্রতিবাদ করা।
১৯.. আল-ইমামুল আকবার শাইখুল আযহারের গুরুত্বপূর্ণ ভাষণের বঙ্গানুবাদ সাবটাইটেল করে প্রচার করা।
২০. ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন শাখায় প্রতিযোগিতা গ্রহণ করা।
২১. রাসুলুল্লাহ সা. এর সিরাত চর্চায় সিরাত বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।
২২. মিশরের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুষ্ঠান ও জাতীয় মেহেরজানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, ইত্তেহাদের অংশগ্রহণ।
২৩. বাংলাদেশের জাতীয় সকল প্রোগ্রাম বাস্তবায়নে মিশরস্থ দূতাবাস কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে ইত্তিহাদের অংশগ্রহণ।

🎓সিরাতের কুইজ প্রতিযোগিতায় সেরা দশের তালিকা :
প্রথম: মো. ঈসমাঈল হাশেম মাজেদী। দ্বিতীয়: আসমা বুশরা। তৃতীয়: হাবিবুর রহমান।
মো. রাশেদুল ইসলাম। মো. ফখরুল ইসলাম। আবু জাফর মো. ছালেহ। আব্দুল্লাহ মাহমুদ। মো. রিয়াজুল হাসান। আমিনুল ইসলাম। মনজুর হোসেন।

🛂 আমন্ত্রিত:
🔹মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় জনাব মনিরুল ইসলাম স্ব-পরিবারে।
🔹বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সকল সদস্য স্ব-পরিবারে।
🔹স্ব-পরিবারে অবস্থানরত ছাত্রদের পরিবার, সন্তান ও তাদের মাতা পিতা।
🔹যে সমস্ত সদস্যগণের অবিভাবক মিশরে কর্মরত তাদের অবিভাবকগন।

🕕 এনুয়্যাল প্রোগ্রামের সময় :
তারিখ: ০১/ ১০/ ২০২১ ইংরেজি।
দিন: শুক্রবার
প্রোগ্রাম শুরু : সন্ধ্যা ০৬:০০ টায়।

🎉অনুষ্ঠান সূচি:
কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশণ, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক প্রোগ্রাম, মুতাফাওয়িকিনদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।
উপদেষ্টামন্ডলীদের মাঝে সার্টিফিকেট বিতরণ।
নবনির্বাচিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটি ২০২১-২০২২ ঘোষণা।
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।

লোকেশান:  https://maps.app.goo.gl/dXdXBUnqtFaP6mur5

Exit mobile version