পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট আল-আযহারী শিক্ষার্থীদের ৪ দফা প্রস্তাবনা

বিশ্ববিখ্যাত শিক্ষাঙ্গন আল-আযহারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সফর

গতকাল ৪ ই মার্চ শুক্রবার মিশর, সময় সন্ধ্যা সাড়ে ছয়টা। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, ইজিপ্ট- এর উদ্যোগে আয়োজিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমের সাথে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠান স্থলটি ছিল আল-আযহারের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টারের হল রুমে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন আল-আযহার প্রতিনিধি ডঃ আসমা ও মান্যবর রাষ্ট্রদূত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মনীরুল ইসলাম। আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডক্টর মিসেস আসমা, আল-আযহারে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রিয় সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন’ এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ সহ আল-আযহারে অধ্যয়নরত বাংলাদেশি ও বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীবৃন্দ ৷

বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের সম্মানীত সেক্রেটারি আব্দুল আজিজ তরফদারের পরিচালনায় আর্গানাইজেশন সভাপতি জনাব আল আমীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচিত হয় এ বিশেষ অনুষ্ঠান। জনাব আল আমীন তার বক্তব্যে আল-আযহারের বাংলদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট ৪ দফা দাবি উপস্থাপন করেন।

৪ দফা দাবি প্রস্তাবনা সম্বলিত উদ্বোধনী বক্তব্য রাখছেন ইত্তেহাদের সভাপতি জনাব আল আমীন

দাবিগুলো হলো-

১. আল-আযহারের বাংলাদেশি শিক্ষার্থীদের হোস্টেল সংকট নিরসন করা।
২. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আল- আযহারের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় স্কলারশিপের ব্যবস্থা করা।
৩. আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সার্টিফিকেটের সমমান প্রদান ও সকল ক্ষেত্রে তা কার্যকর করা।
৪. আল-আযহার ইউনিভার্সিটি থেকে শিক্ষা সমাপনকারীদেরকে সরকারি বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া।

অনুষ্ঠানে উপস্থিত দেশি-বিদেশি ছাত্রছাত্রী ও সুধী মণ্ডলী

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিশরের বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব মনীরুল ইসলাম। এছাড়াও আল- আযহার প্রতিনিধি ডক্টর আসমা তার বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম তার বক্তব্যে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রস্তাবিত দাবিসমূহ বাংলাদেশের মন্ত্রী পরিষদে উপস্থাপন করে যথাযথ মূল্যয়নের আশ্বাস দেন। এছাড়াও তিনি আল-আযহারের বাংলাদেশি শিক্ষার্থীদের বিস্ময়কর সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন।

বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন ইজিপ্টের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাথে মন্ত্রী মহোদয় ও মান্যবর রাষ্ট্রদূত।

তিনি বলেন, “গতকাল ৩রা মার্চ বৃহস্পতিবার আমি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের জন্য মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সম্মানীত ওয়াকিল ডক্টর মুহাম্মাদ আল-দুআইনির সাথে ‘মাশিখাতুল আযহারে’ বিশেষ সাক্ষাত করেছি। সেখানে স্বয়ং ওয়াকিলুল আযহার বাংলাদেশি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেছেন। আমি জানতে পেরেছি যে, আযহারের পরিসংখ্যানে টপ টেনের মধ্যে সাত জনই বাংলাদেশি শিক্ষার্থী! তোমাদের এ সাফল্য আমাকে ও আমার দেশকে বরাবরই গর্বিত করে।”

স্বীয় বক্তব্যে তিনি সকলকে অবগত করেন যে, আল-আযহারের ডক্টরদের অধীনে বাংলাদেশের মডেল মসজিদসমূহে নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়ে একটি অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন বিষয়েও তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। এছাড়াও তিনি স্বীয় বক্তব্যে আল-আযহারের শিক্ষার্থীদের নানান প্রশ্নেরও উত্তর প্রদান করেন।

সর্বশেষ অর্গানাইজেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব আরিফ মুহাম্মাদ আব্দুল ওয়াহ্হাবের দু’আ পরিচালনার মাধ্যমে রাত আটটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আবদুর রহমান আযহারী

লেখক, অনুবাদক, সম্পাদক ও ইতিহাস গবেষক শিক্ষার্থী, ইতিহাস ও সভ্যতা বিভাগ আরবি ভাষা আনুষদ আল আযহার বিশ্ববিদ্যালয় কায়রো

এই বিভাগের আরো সংবাদ

Back to top button