গাযার সাথে একমাত্র মিসরের সীমান্ত পথ। তার নাম রাফাহ ক্রসিং। আর সেখানেই যেতে পেরেছিলেন বাংলাদেশী সাংবাদিক উজ্জ্বল হোসেন খান। তিনি মিসরে সরকারী সংবাদ সংস্থা মেসব্যারো এর আন্তর্জাতিক সাংবাদিক। সেই সাথে ওয়ার্ল্ড ২৪ নিউজ নেটওয়ার্কের কর্ণধার। গত সপ্তাহে মিসরের প্রধানমন্ত্রী ডঃ মুস্তাফা মাদবুলির সফর উপলক্ষে তারও সেখানে যাবার সুযোগ হয়েছিল।
যাবার সময় তার দেয়া ফেসবুক স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হল- “
ফিলিস্তিনের গাজা যাচ্ছি । মিশরের আরিশ শহর হয়ে রাফা বর্ডার ক্রস করে যাব ইনশাআল্লাহ। যুদ্ধের পরিস্থিতি নিজের চোখে দেখতে এবং সারা পৃথিবীর লোককে দেখাতে। ইন্টারনেটের সংযোগ পেলে লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিশর সরকার এবং জাতিসংঘের বিশেষ এসাইনমেন্ট নিয়ে 12 ঘণ্টার সফরে যাচ্ছি। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। Going to the Rafah border (Egypt- Palestine) to observe as journalist and photographer. Keep me on your prayers.
রাফাহ ক্রসিং দিয়ে বিদেশি নাগরিক এবং গুরুতর অসুস্থ ফিলিস্তিনিদের মিশরে প্রবেশ করার সুযোগ দেয়া হয়েছে। এর আগে এই ক্রসিং দিয়ে খাবার ও সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে দেয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ত্যাগের সুযোগ দেয়া হলো।