গাজায় মানবিক সহযোগিতা পাঠাতে ও বিশ্বব্যাপী আগামী দিনে আরো সুপরিকল্পিত সেবা দিতে মিশরের শীর্ষ স্থানীয় মানবিক সংস্থা ইজিপশিয়ান ইয়ুথ কাউন্সিল এর সাথে আশ ফাউন্ডেশন ইউএসএ ইনক এর গতকাল রাতে MoU (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
রাজধানী কায়রোতে অবস্থিত ইয়ুথ কাউন্সিল এর প্রধান কার্যালয়ে কাউন্সিলের প্রধান ও ইজিপ্টের সকল এনজিও এলায়েন্সের সাধারণ সম্পাদক মিশর সরকারের নিবেদিত প্রাণ যুব নেতা ড.মুহাম্মদ মামদুহ এর সাথে এ চুক্তি সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ!
ইয়ুথ কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ মামদুহ ও আশ ফাউন্ডেশন ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন
ইয়ুথ কাউন্সিল এর সাথে যৌথ উদ্যোগে খুব শীগ্রই আশ ফাউন্ডেশন এর তৃতীয় ট্রাক ভালোবাসার উপহার গাজার নির্যাতিত মানুষের উদ্দেশ্যে রওয়ানা হবে, ইনশাআল্লাহ!