রসুলল্লাহ সা. বলেছেন, মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। চলমান থাকে তিনটি আমল :
১.সদকায়ে জারিয়া (জনকল্যাণে সাধিত কর্ম)
২. উপকারী ইলম (কুরআন-হাদিস ও ইসলামি সাহিত্য বিলি-বন্টন)
৩. দোয়াকারী নেক সন্তান (পিতামাতার জন্য সন্তানের দোয়া খুবই কার্যকর। আল্লাহপাক দোয়ার ভাষাও শিখিয়ে দিয়েছেন)।
এই পবিত্র রমজানে ৩৭টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে বিশ্বাসীদের নিকট ইসলামের দাবি। অফসেট পেপারে ছাপা ১২.৫ ফর্মার (২০০ পৃষ্ঠা) বই।
মুদ্রিত মূল্য ২৫০ টাকা। ৫০% কমিশনে আমার কাছ থেকে পাওয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।
ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ারে পাঠানো হবে ইনশা- আল্লাহ। চার কপি কুরিয়ার খরচসহ মাত্র ৫০০ টাকা।