মিশরে আলেকজান্দ্রিয়া চলচ্চিত্র উৎসবে ‘দিন-দ্য ডে’ নিয়ে অনন্ত-বর্ষা!
আফছার হোসাইন- (মিশর থেকে)
গতকাল বুধবার (৫ই অক্টোবর ২০২২) সন্ধায় মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ার প্রাচীন গ্রন্থাগারে সংস্কৃতি মন্ত্রী নেভিন আল-কিলানি, আলেকজান্দ্রিয়ার গভর্নর, মেজর জেনারেল মোহাম্মদ আল-শারিফ এর উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল, ৩৮তম ভূমধ্যসাগরীয় দেশ চলচ্চিত্র উৎসব।
১৬ মিনিটের (১৯২৩ ) কমেডি চলচ্চিত্র “بسوم تبحث عن عمل” (কাজের সন্ধানে বেসূম) ও ‘এল-খতিব নেমরা ১৩’ ( ১৩তম বাগদত্তা ) প্রদর্শনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিশরীয় পরিচালক মোহাম্মদ আবদেল-আজিজ, মিশরীয় অভিনেত্রী দোনিয়া সামির ঘানেম, মিশরীয় ইতিহাসবিদ ইমাম ওমর, মিশরীয় প্রযোজক ওয়াগিহ ইল-লেথি, মিশরীয় পরিচালক সাইদ হামেদ, ফরাসি অভিনেত্রী মারিয়ান বোরগো, গ্রীক গায়ক আলকিস্টিস প্রোটোপসাল্টি সহ বেশ কয়েকজন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও মিশরীয় অভিনেত্রী নোরা আরমানি, অভিনেতা সামির ঘানেম, দালাল আবদেল-আজিজ, কৌতুক অভিনেতা ইসমাইল ইয়াসিন, সামির সাবরী, পরিচালক ফাতিন আবদেল-ওয়াহাব, সংগীতশিল্পী আলী ইসমাইল, চিত্রগ্রাহক আবেয়া ফারিদ এবং সম্পাদক সাইদ ইল-চিখ সহ প্রয়াত মিশরীয় চলচ্চিত্র শিল্পীদর প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
ভুমধ্যসাগর তীরের এই আসরে AFFMC (Alexandria Mediterranean Countries Film Festival) এর আমন্ত্রণে বাংলাদেশ থেকে ‘দ্য ডে (দিন)চলচ্চিত্র নিয়ে যোগ দিলেন অনন্ত জলিল ও বর্ষা। মিশরের বিভিন্ন শহরের পেক্ষগৃহে বাংলাদেশর ‘দ্য ডে’ সহ বিশ্বের ২৯টি দেশের ৭৭টি চলচ্চি প্রদর্শিত হবে ৫ই অক্টোবর থেকে ১০ই অক্টোবর ২০২২ পর্যন্ত।
বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিল বলেন, মিশরের বেশ কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তাদের সঙ্গে কোনো কাজের পরিকল্পনাও হতে পারে। আমরা চাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিনেমা পৌঁছে দিতে। মালয়েশিয়াতে আমাদের সিনেমা সফলতা পেয়েছে, এটি আপনারা দেখেছেন। মিশর থেকে আমন্ত্রণ, সত্যি একটি বড় পাওয়া। দোয়া করবেন আমাদের জন্য।
এর আগে, ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অনন্ত-বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনা নির্মিত হয়েছিল ‘দিন-দ্য ডে’। ঈদে দেশে মুক্তির পর বেশ আলোড়ন তুলেছিল সিনেমাটি।