২১ বছর পর ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন এক পাঞ্জাবি সুন্দরী

ইসরায়েলের এইলাতে বসেছিল ৭০তম ‘মিস ইউনিভার্স’ ২০২১-এর আসর

২১ বছর পর ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হরনাজ সান্ধু। ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র এই খেতাব এবারও পেয়েছেন এক পাঞ্জাবি সুন্দরী। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত।

রবিবার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম ‘মিস ইউনিভার্স’-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ভারতের পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ সান্ধু।

২১ বছর পর ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হরনাজ সান্ধু। ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র এই খেতাব এবারও পেয়েছেন এক পাঞ্জাবি সুন্দরী। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত।

রবিবার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম ‘মিস ইউনিভার্স’-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ভারতের পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ সান্ধু।

kalerkantho

২১ বছর পর খেতাব এলো ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পাঞ্জাবি সুন্দরীই। তার আগে পেয়েছিলেন বাংলার মেয়ে সুস্মিতা সেন। তৃতীয় ভারতীয় হিসেবে ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন হরনাজ সান্ধু।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button