Site icon World 24 News Network

মার্কিন অভিনেতার চড়কাণ্ড

সংগৃহীত

মার্কিন অভিনেতা উইল স্মিথকে অস্কার পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রককে চড় মারার কারণে অস্কার গালা এবং অন্যান্য একাডেমি ইভেন্ট থেকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে একাডেমি বলেছে, আমরা মি. স্মিথকে মঞ্চে যে অগ্রহণযোগ্য এবং ক্ষতিকর আচরণ প্রদর্শন করতে দেখেছি তা ৯৪তম অস্কার অনুষ্ঠানের ওপর প্রাধান্য বিস্তার করেছে।

উইল স্মিথ আগেই তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগ করেছেন।

উইল স্মিথ তার স্ত্রীর চুলহীন মাথা নিয়ে রসিকতা করার জন্য উপস্থাপক কৌতুকাভিনেতা রককে আঘাত করেছিলেন।

অ্যালোপেসিয়া রোগের কারণে স্মিথের স্ত্রীর চুল পড়ে গিয়েছে।
অস্কার পুরস্কার অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে মিলিত হয়েছিল। বিবৃতিতে একাডেমি বলেছে, স্মিথকে নিষিদ্ধ করার লক্ষ্য হচ্ছে অভিনয়শিল্পী এবং অতিথিদের রক্ষা করা ও একাডেমির প্রতি আস্থা পুনরুদ্ধার করা।

একাডেমি বলেছে, থাপ্পড়ের ঘটনার সময় কর্তৃপক্ষ হিসেবে তারা ’কক্ষের পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করেনি’ এবং ‘এ ধরনের অভূতপূর্বের জন্য অপ্রস্তুত’ ছিল। এর জন্য তারা ক্ষমা চেয়েছে।

Exit mobile version