Site icon World 24 News Network

ইউটিউবারের আপত্তিকর বক্তব্য, মামলায় জিতে ৮৮ কোটি পাবেন কার্ডি বি

এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা কার্ডি বি

ইউটিউবার লাতাশা কিবির সঙ্গে বহুল আলোচিত মামলা জিতলেন হালের জনপ্রিয় র‌্যাপার কার্ডি বি। দুই সপ্তাহের শুনানি শেষে ২৪ জানুয়ারি দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের আটলান্টার আদালত র‌্যাপারকে ১০ লাখ ডলার (প্রায় ৮৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন। এ ছাড়া চিকিৎসা খরচ হিসেবে লাতাশা কিবিকে আরো দুই লাখ ৫০ হাজার ডলার (প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা) পরিশোধ করতে হবে। ঘটনার সূত্রপাত বছর তিনেক আগে।

ইউটিউবার লাতাশা কিবি

যখন জনপ্রিয় ব্লগার লাতাশা কিবি, যিনি তাশা কে নামে পরিচিত, কার্ডি বিকে নিয়ে এক ডজন ভিডিও পোস্ট করেন। সেসব ভিডিওতে কার্ডি বির নানা ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করেন তিনি। এর মধ্যে গায়িকার যৌন আচরণসহ নানা স্পর্শকাতর বিষয়ও ছিল। গ্র্যামিজয়ী র‌্যাপারকে ‘নেশাগ্রস্ত’, ‘স্বামীর প্রতি অবিশ্বাসী’ বলতেও ছাড়েননি। বাদী হয়ে ওই বছরই ইউটিউবারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন কার্ডি বি। সেই মামলার রায় দেওয়া হলো এত দিনে।

মামলায় জয়ের পর কার্ডি বির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা ভীষণ স্বস্তির। কারণ পুরো বক্তব্যই ছিল মিথ্যা। ’

Exit mobile version