Site icon World 24 News Network

২৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মিশর

মিশরের ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, পাশে উপবিষ্ট গ্র্যান্ড মুফতি সহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ

রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।

গত ৪ই জানুয়ারি ২০২৩ রোজ শনিবার মিশরের ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।‌ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কায়রোস্থ দুতাবাসের প্রতিনিধিদের সাথে মিশরে বাংলাদেশ দূতাবাসের দু’জন প্রতিনিধি ও উপস্থিত ছিলেন।‌

এবারে বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন। ৮ ক্যাটাগরীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের জন্য রয়েছে ১ম ও ২য় পুরুস্কার যথাক্রমে ২৫০,০০০ ও ১৫০,০০০ গিনি বা মিশরীয় পাউন্ড।‌

এর আগে হাফেজ তানভির বাংলাদেশ ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভির হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পারিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

তানভির এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

Exit mobile version