Site icon World 24 News Network

হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ছে

আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন এর আগে জানিয়েছিল, এ বছরের জুলাইয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, ৩ বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

Exit mobile version