হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ছে
আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন এর আগে জানিয়েছিল, এ বছরের জুলাইয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, ৩ বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।