শিক্ষাব্যবস্থায় মাতৃভাষা ব্যবহারের গুরুত্ব (৭)
'তমুদ্দুন মজলিস' ভাষার জন্য আন্দোলনের সূচনা করেছিল।
ভাষার জন্য জীবন উৎসর্গকারী একটি জাতির শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদের উপলব্ধি করতে হবে, তমুদ্দুন মজলিসের মতো একটি ইসলামী সংগঠন ভাষার জন্য আন্দোলনের সূচনা করেছিলেন।
আল্লাহপাকের অশেষ দয়ায় বাংলা ভাষায় প্রচুর কুরআনের তাফসির, হাদিসের তরজমা এবং বিপুল পরিমাণ ইসলামী সাহিত্য গড়ে উঠেছে। সাহিত্যের একটি বড় অংশ গল্প, উপন্যাস, নাটক ও কবিতায় আমরা এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারিনি।
আশার দিক, অনেক তরুণ ইসলামের আলোকে নতুন সাহিত্য রচনার প্রয়াস চালাচ্ছে।
কুরআন আরবি ভাষায় অবতীর্ণ। কুরআনের সঠিক মর্ম উপলব্ধির জন্য আরবি ভাষার জ্ঞান অপরিহার্য। নামাজ সহীহ করে আদায়ের লক্ষ্যে বিশুদ্ধ তেলাওয়াত সবার জন্য জরুরি কিন্তু আরবি ভাষাজ্ঞান ও ব্যাকরণ জানা সবার পক্ষে সম্ভব নয় আবার প্রয়োজনও নেই। সাধারণ মানুষ দ্বীনকে জানবে মাতৃভাষায় অনুদিত কুরআন- হাদিস ও ইসলামী সাহিত্য পড়ে।
তাই দ্বীনের ব্যাপক চর্চা ও মানুষের কাছে দ্বীনের দাওয়াত সহজভাবে পৌঁছে দেয়ার জন্য মাতৃভাষায় প্রয়োজনীয় জ্ঞানার্জন ছাড়া সম্ভব নয়।
(সমাপ্ত)