আল কোরআনের নাজিলকৃত প্রথম আয়াত হচ্ছে- জ্ঞানার্জন ও শিক্ষা সংক্রান্ত। আল্লাহ তা’য়ালা বলেনঃ “পড়! তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন একবিন্দু জমাট রক্ত থেকে। পড়! আর তোমার প্রতিপালক পরম সম্মানিত। যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না” (সূরা আলাক, ১-৫)। কোরআন কারিমের শিক্ষার আলোকে জ্ঞানার্জনের প্রতি সর্বোচ্চ জোর দিয়ে বিশ্বনবী মুহাম্মদ (সা.) ঘোষণা করেন- ‘প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর বিদ্যার্জন করা ফরজ (ইবনু মাজাহ :২২০)।’
আমরা সবাই জানি যে, করোনা ভাইরাস মহামারির মধ্যে পুরো বিশ্বই যেন থমকে গেছে, বিশেষ করে শিক্ষাব্যবস্থা। ইউনিসেফ এর ভাষ্যে “বিশ্বব্যাপী স্কুলগুলি ১৬৮ মিলিয়নেরও বেশি শিশু শিক্ষার্থীর জন্য পুরো বছরই সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।” আজ মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘শিক্ষা পুনরুদ্বারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’ (‘Teachers at the heart of education recovery’). ইউনেস্কোর মতে, বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।
একজন আদর্শ শিক্ষকের কিছু বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলঃ
১. একজন আদর্শ শিক্ষক সবসময় প্রস্তুত থাকেন
২. একজন আদর্শ শিক্ষক সর্বদা অভিভাবক, পরিবার এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন
৩. একজন আদর্শ শিক্ষক আকর্ষণীয় ও কার্যকরভাবে শ্রেণিকক্ষ পরিচালনা করেন
৪. একজন আদর্শ শিক্ষক সর্বদা নিয়মানুবর্তিতা বজার রাখেন
৫. একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন
আদর্শ শিক্ষক হিসেবে আর কি কি গুণাবলী প্রয়োজন বলে আপনি মনে করেন?
আরও পড়ুনঃ
দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী