মিশরে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ।

কায়রোর আইন শা'মস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিশ্বের ৩১টি দেশের শিক্ষা প্রতিনিধি দলের অংশ গ্রহণে গত বৃহস্পতিবার রাজধানী কায়রোস্থ আইন শা’মস বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল আন্তর্জাতিক সাংস্কৃতি দিবস।‌

বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড একাডেমিক কো-অপারেশন আয়োজিত অধ্যাপক শাহিরা সামিরের তত্ত্বাবধানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে দিবসটির কার্যক্রমের সূচনা করেন আন্তর্জাতিক বিভাগের পরিচালক প্রফেসর শেরওয়েত আল-আহমাদী।

বাংলাদেশ, ভারত, সৌদি আরব, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা, ভারত সহ বিভিন্ন দেশের দুতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধি সহ বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ আল-মাতিনি বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন।‌

বাংলাদেশি শিক্ষার্থীদের দেওয়া স্টলে দেশের হস্তশিল্প, নকশী কাঁথা হরেক রকমের হাতের তৈরি পাটজাত পণ্য প্রদর্শন‌ করা হয়। এসকল পণ্য দেখতে স্টলটিতে বিদেশিদের আগ্রহ ও ভীড় ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশি শিক্ষার্থীদের হাতের রান্না পান্তা ইলিশ থেকে শুরু করে ময়মনসিংহের আঞ্চলিক জামাই পিঠা সহ প্রায় ৩৪ রকমের খাবার স্থান পায় বাংলাদেশ স্টলে।‌ বাংলাদেশ স্টলের অন্যতম আকর্ষণ ছিল দেশি মেহেদি দিয়ে বাংলায় অতিথিদের হাতে তাদের নাম লিখে দেওয়া।

মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম দুতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে বাংলাদেশ ও বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেন।‌

মিশরের আইন শা’মস বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৮৪টি দেশের ১০ হাজারের ও বেশি শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন।

তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান বিভাগে (শিক্ষা বিনিময় বৃত্তি নিয়ে) স্নাতক পর্যায়ে বর্তমানে ৯ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। তারা হলেন‌ তানবির (চট্রগ্রাম) সাজিদ (রাজশাহী) তুহিন (ময়মনসিংহ) মাহমুদ (ফেনী) রাশেদ (দিনাজপুর) রুফাইদা (নওগা) ইলহাম (ময়মনসিংহ) আয়েশা (সিলেট) সুরভি (গাজীপুর)।

আফছার হোসাইন

বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট, মিশর

এই বিভাগের আরো সংবাদ

Back to top button