Site icon World 24 News Network

প্রফেসর নাহলা সয়িদির সাথে বিশেষ সাক্ষাৎ

ইত্তিহাদের সভাপতি ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের দায়িত্বশীল প্রফেসর নাহলা সয়িদি সহ উপস্থিত অন্যরা

বিশ্ববিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয় সহ মিসরের সরকারী বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধ্যয়নরত বাংলাদেশী ছাত্র ছাত্রীদের প্রাণের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর এর অফিস ও প্রচার বিভাগ কর্তৃক প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, বর্তমান কার্যকরী কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে উস্তাযা নাহলা সয়িদির সাথে বিশেষ সাক্ষাৎ করে ইত্তেহাদের নতুন কমিটির পরিচয় ও জরুরী আবেদনসমূহ পেশ করে।
বিজ্ঞপ্তিটি নিম্নে হুবহু দেয়া হলঃ
গত ২০ নভেম্বর (সোমবার) বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশরের ‘কার্যকরী পরিষদ ২০২৩-২৪’ বাংলাদেশি শিক্ষার্থীদের আল-আযহারে ভর্তি, মুয়াদালা, লেখাপড়া, স্কলারশিপ ও অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে শাইখুল আযহারের বিদেশী শিক্ষার্থী বিষয়ক বিশেষ উপদেষ্টা ও মারকাযুত তাতবিরের সম্মানিতা পরিচালিকা ড. নাহলা সয়িদির সাথে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়। এ সাক্ষাতে ইত্তেহাদ সভাপতি জনাব শাহেদুল ইসলাম কার্যকরী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের আল-আযহারে অধ্যয়নের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বেশকিছু আবেদন তুলে ধরেন।
আলোচনার মৌলিক পয়েন্ট ও ফলাফল:
১. সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়। (ফলাফল : ইত্তেহাদের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় তিনি আপ্লুত হন।)
২. হাদাসাতুল মুওয়াহহিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় কুল্লিয়ায় ভর্তি।‌ ( ফলাফল : এবারের পরীক্ষার্থীদের পাশের নাম্বারের পার্সেন্ট বিষয়ক সৃষ্ট জটিলতায় ইত্তেহাদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় নাম্বারের হার কমিয়ে এনে আর‌ও কিছু পরীক্ষার্থীকে কুল্লিয়ায় ভর্তির সুযোগ দেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়নের জন্য নির্ধারিত দফতরে নির্দেশনা পাঠানো হয়। )
৩. স্কলারশিপের কোঠা বৃদ্ধি। (ফলাফল: তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এ বছরের জন্য শুধু মুখাপেক্ষী শিক্ষার্থীদের জন্য দশটি কোঠা বৃদ্ধি করা হয়। সেই সাথে বাংলাদেশে স্কলারশিপের কোঠা ১২ জন থেকে আর‌ও বৃদ্ধি করার চেষ্টা করা হবে বলে জানানো হয়। তবে মিশরে নিয়মতান্ত্রিক কোঠাবৃদ্ধি কঠিন হবে বলে মন্তব্য করেন।)
৪. বাংলাদেশ থেকে গত তিন বছরে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সমস্যার সমাধান। (ফলাফল: তাদের দ্রুত মিশরে নিয়ে আসার কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়।)
৫. মুআদালা নবায়ন। (ফলাফল : আলিয়া মাদ্রাসার আলিম ও ক‌ওমি মাদ্রাসার দাওরার সনদের মুয়াদালা নবায়নে সার্বিক সহায়তার আশ্বাস দেয়া হয়।)
৬. শাস্ত্র ভিত্তিক বিশেষ কোর্সের ব্যবস্থা করা। ( ফলাফল : আযহারের পক্ষ থেকে বিশেষজ্ঞ ডক্টরদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শাস্ত্র ভিত্তিক বিশেষ কোর্সের সকল ইন্তেজাম করা হবে বলে জানানো হয়। )
প্রিয় সদস্যবৃন্দ! ইত্তেহাদ কমিটি শিক্ষার্থীদের সেবায় বিনা পারিশ্রমিকে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে। আপনারাও ইত্তেহাদের পাশে থাকুন। ইত্তেহাদকে ভালোবাসুন। ইত্তেহাদের প্রতিটি পদক্ষেপের সফলতা কামনা করুন।
Exit mobile version