আজকের এই দিনটি আমাদের পরিবারের জন্য বড় আনন্দের ও সুখের।
আমার ছেলে প্রকৌশলী মো. মাহমুদুর রহমান রনি বুয়েট থেকে পাশ করার পর দেশে সাউথইস্ট ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতার পর স্কলারশিপ নিয়ে আমেরিকায় যায়। সেখানে প্রথমে মাস্টার্স ও পরে পিএইচডি করে।
আজকে ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার দুপুর ১-৩০ (বাংলাদেশ সময় ১৮ তারিখ রাত ২-৩০) লুইভিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কনভোকেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে ডিগ্রি প্রদান করা হয়। মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদু লিল্লাহ।
পরিবার নিয়ে সেখানে দীর্ঘ চেষ্টা-প্রচেষ্টা ও সাধনার পরে আল্লাহপাক রনি ও আমাদের পরিবারের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি রনিকে জানাই অভিনন্দন ও শুভ কামনা। পাশে থেকে সহযোগিতা করায় অভিনন্দন জানাই আমার বৌমা ও নাতিদ্বয়কে। আল্লাহ তায়ালা তাদেরকে তাঁর রহমতের ছায়ায় আবৃত করে রাখুন। আমিন।
আমি সবার কাছে দোয়া চাই।